ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলারোয়া সীমান্তে ৩ কেজি ভারতীয় রুপাসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ৬ মার্চ ২০২০

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩ কেজি ভারতীয় রুপাসহ মেজবাহ উদ্দীন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের নুর ইসলামের ছেলে। 

থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াস জানান, শুক্রবার (৭মার্চ) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইস্রাফিল ও এএসআই সাগর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দমদম রোড থেকে তাকে আটক করেন। 

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই স্থানে উপস্থিত জনসাধারণের সামনের তার দেহ তল্লাশি চালিয়ে এ রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মতো। 

এদিকে আটক মেজবাহ উদ্দীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে দীর্ঘদিন ধরে জোন হিসাবে এ কাজ করে আসছিল। এই রুপা কলারোয়া বাজারের এক দোকানে দেয়ার কথা ছিল। 

থানার এসআই ইস্রাফিল হোসেন জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি