ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস জানায়, টেকনাফ থেকে মহাসড়ক দিয়ে ঢাকায় ইয়াবা ট্যাবলেট যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯ টায় আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি মিনি ট্রাক আটক করে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। পরে চালকের সিটের নিচ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় গাড়ির চালককে।

আটককৃত মামুন মিয়া নোয়াখালী জেলার সুধারাম থানার পন্ডিত পুর গ্রামের আজাদ মিয়ার ছেলে। সে ট্রাক চালানোর অন্তরালে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানান পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি