ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মন্ডল-ওদুদের হাতেই জেলা আওয়ামী লীগের দায়িত্ব

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ২০:২৩, ৬ মার্চ ২০২০ | আপডেট: ২১:০২, ৬ মার্চ ২০২০

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগে আবারও সভাপতির দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল। একইভাবে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব  পেলেন আব্দুল ওদুদ। আগের কমিটিতেও তারা একই পদে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল ও সদর আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ মো. জিয়াউর রহমান ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের নাম ঘোষনা করেন। 

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সম্মেলন স্থলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নসিম। এর আগে কাউন্সিলের প্রথম পর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। দ্বিতীয় অধিবেশনে তিনি নতুন কমিটির সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে এক মাস সময় বেঁধে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, বেগম আখতার জাহান ও সাহাবুদ্দিন ফরাজী। জেলা আওয়ামী লীগের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। অন্যান্যের মাঝে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এবার সভাপতি মইনুদ্দিন মন্ডল ছাড়াও ওই পদে সাবেক সভাপতি ব্রিগেডিয়ার এনামুল হক, সহ সভাপতি মো. রুহুল আমিন ও মুহা. জিয়াউর রহমান আগ্রহ প্রকাশ করেছিলেন। আর সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদকসহ অন্তত ৬ জন নেতা প্রার্থিতা ঘোষণা করেছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি