ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ৬ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের মালীহাতা নামক স্থানে ট্রাক চাপায় মাসুম ব্যাপারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে সিলেট অভিমুখে যাওয়ার সময় মালীহাতা এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেওয়ায় এই ঘটনা ঘটে। 

মাসুম ব্যাপারী আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চাকুরীজীবি। সে মানিকগঞ্জ জেলার আব্দুর রউফ ব্যাপারীর ছেলে এবং সে আশুগঞ্জ ওয়াবদা কলোনীতে বসবাস করতেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, সে মোটরসাইকেল যোগে সিলেটে অভিমুখে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী নিহত হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি