ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়া সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৯, ৬ মার্চ ২০২০ | আপডেট: ০০:০২, ৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে সোনারবারগুলো উদ্ধার হয়। আটক মোহাম্মদ বুদু হোসেন (৩৫) কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল ধার এলাকার আবুল হোসেনের পুত্র। 

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার সবুর এর নেতৃত্বে কাঁকডাঙ্গা বিওপির নায়েক শওকত, রাকিবসহ ২০/২৫জন বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়। 

এসময় বুদুকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। এসময় বুদুকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।  উদ্ধারকৃত স্বর্ণ ও আটক ব্যক্তিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বিজিবি'র কাঁকডাঙ্গা বিওপি ও তলুইগাছা বিওপি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি