ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় স্ত্রীর দায়ের কোপে প্রাণ হারালেন স্বামী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ৭ মার্চ ২০২০

মোংলায় স্ত্রীর দায়ের কোপে প্রাণ হারিয়েছেন স্বামী। নিহতের নাম মো. তরিকুল ইসলাম (৩৫)। শহরের বটতলার মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। 

শুক্রবার (৬ মার্চ) রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের কোপে আহত হন তরিকুল। আজ শনিবার সকাল ১০টায় খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মোংলা থানার সেকেন্ড অফিসার এস আই মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তরিকুল তার বাড়িতে ফিরলে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ‘দা’ দিয়ে স্বামী তরিকুলকে আঘাত করেন।

পরে তরিকুলের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তাকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। 

ঘটনার পর থেকে স্ত্রী হীরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

এআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি