ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল কিশোরের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ৭ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে সাকিব নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার সকালে উপজেলার ধামসার গ্রামের পূর্বপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে নিহত সাকিব। 

কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম জানান, বাবার সাথে রাতে বাড়ির কাছে একটি ওয়াজ মাহফিলে যায় সাকিব। মধ্যরাত হওয়ার পর বাবা সিদ্দিকুর রহমান ছেলেকে বলেন বাড়ি চলে যেতে। কিন্তু সাকিব জানায় মাহফিলের আখেরি মোনাজাত শেষ করে তাবারক খেয়ে বাড়িতে ফিরবে। সাকিব কথা শুনে বাব সিদ্দিকুর রহমান ছেলেকে রেখে একাই বাড়িতে ফিরে আসে।

শনিবার ভোররাতে মাহফিল শেষ হওয়ার পর সাকিব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু সকাল হয়ে গেলেও সে বাড়িতে পৌঁছায়নি। পরে পরিবারের সদস্যরা সকালে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির অদূরে সড়কের পাশে পুকুরে সাকিবের লাশ দেখতে পায় স্থানীয়রা।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে কোন একটি সিএনজি অটোরিকশা বা পিকআপ সাকিবকে পেছনে থেকে আঘাত করে। এতে সে সড়কের পাশে পুকুরে পড়ে নিহত হয়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

এআই/
    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি