ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ৭ মার্চ ২০২০

রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক এ দিনটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুস সোবাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের এমপি কাজী কেরামত আলী।

অন্যান্যের মধ্যে আরে উপস্থিত ছিলেন জেলঅ আওয়াশীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী,সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার,হেদায়েত আলী সোহরাব,এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী ,মহম্মদ আলী চৌধুরী ,যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আজম মামুন প্রমূখ।

এসময় বঙ্গবন্ধুর ৭ইমার্চের ঐতিহাসিক ভাষন সমগ্র বাঙ্গালি জাতির জন্য এক অনুপ্রেরনার পথ প্রদর্শক হিসেবে সমাদৃত হয়। তাই এই দিনটিকে স্মরনীয় করে রাখতে আলোচনা সভায় ৭ই মার্চের গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। পরে আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়। এর আগে সকালে জেলা আওয়ামিলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কওে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি