ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাউফলে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০১, ৭ মার্চ ২০২০

পটুয়াখালীর বাউফলে নারীর ভূমি অধিকার, প্রতিবন্ধকতা-প্রতিকার, কৃষিতে অবদান ও কৃষক হিসেবে নারীর স্বীকৃতির লড়াই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আর্ন্তজাতিক নারী দিবসের (৮ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে শনিবার উপজেলার মূলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের দিয়ারা ব্রীজ এলাকার শাহআলম হাওলাদারের বাড়ির উঠোনে উন্নয়ন সংস্থা এএলআরডি’র সহযোগিতায় স্পীড ট্রাস্ট এই সভার আয়োজন করে। 

চন্দ্রদ্বীপ ইউপির মহিলা মেম্বর আফরোজা বেগমের সভাপতিতে প্রজন্মের সমতা এবং নারীর অধিকার তুলে ধরে এসময় চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামসুন নাহার,স্পীড ট্রাস্টের উপজেলা ম্যানেজার রীনা ঘোষ, এনিমেটর সাইফুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন। 

সভা শেষে ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার, চরাঞ্চলের নারীদের মর্যাদাা, সচেতনতা সৃষ্টি এবং ভূমি, কৃষি, পানিসহ প্রাকৃতিক সম্পদে নারীর অধিকার নিয়ে সংস্থার যৌথকৃষি চর্চা প্রকল্পের কর্ম এলাকার ১০টি জনসমবায় দলের মাঝে পোষ্টার প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি