ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘ব্লক বেড়িবাঁধ নির্মাণের মধ্য দিয়ে সন্দ্বীপকে সুরক্ষিত করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ৮ মার্চ ২০২০ | আপডেট: ২৩:২০, ৮ মার্চ ২০২০

সন্দ্বীপে ব্লক বেড়িবাঁধ নির্মাণের মধ্য দিয়ে জলোচ্ছাস থেকে সুরক্ষিত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি সকাল ১১টায় সন্দ্বীপে শুভাগমনের পর ছোঁয়াখালীতে নির্মিতব্য ব্লক বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং সেখানে সংবাদকর্মীদের সঙ্গে প্রেসব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এম.পি মহোদয় সন্দ্বীপে আগমন করেন। পরে বিকেল ৫ টায় সন্দ্বীপ উপজেলা কোষ্ট গার্ড মাঠে ফুটবল খেলায় অংশ নিয়ে বিজয়ী আবাহনী দল ও রানার্স আপ এর হাতে পুরস্কার তুলে দেন।

প্রেস ব্রিফিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সন্দ্বীপে ৭৩৯ কোটি টাকার মোট ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তার মধ্যে ১১ কিলোমিটারের ২১৯ কোটি টাকার কাজ চলমান রয়েছে। বাকী ২২ কিলোমিটার ৫২০ কোটি টাকার কাজ শুরু করার জন্য আমি পরিদর্শনে এসেছি। এটি পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানোর পর একনেক হয়ে ডিসেম্বরের মধ্যে শুরু করা হবে। তবে যে ১১ কিলোমিটার কাজ চলমান রয়েছে সেটা বর্ষার পূর্বে অর্থাৎ জুন মাসের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিদেশনা দেওয়া হবে যদি করতে ব্যর্থ হয় তবে  তাদের কার্যাদেশ বাতিল করা হবে। আর এই বেড়িবাঁধ নির্মাণের ফলে যত উচু লেভেলের বন্যা হোক না কেন সন্দ্বীপ হবে সুরক্ষিত সেভাবেই বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে। 

এছাড়াও বেড়িবাঁধের উপর দিয়ে রাস্তা করার পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন,যানবাহন চলাচলের বেড়িবাঁধ এর উপর দিয়ে রাস্তা করা হবে। কারণ মুজিববর্ষকে সামনে রেখে দেশে যেন কোন মানুষ যাতে গৃহহীন না থাকে, বিদ্যুৎ বঞ্চিত না থাকে এবং নদী ভাঙন ও জলাবদ্ধতা থেকে মানুষকে রক্ষা করার জন্য ও লোনা পানি থেকে ফসলি জমিকে রক্ষার জন্য  পানি সম্পদ মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

এসময় মন্ত্রীর সঙ্গে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা,উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ,উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি