ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে ফসলি জমিতে কিশোরের বিবস্ত্র মরদেহ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ৯ মার্চ ২০২০

নাটোরের বড়াইগ্রাম থেকে আউয়াল নামে (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে উপজেলার মাঝগাঁ ইউনিয়নের আটুয়া গ্রামের একটি আমবাগানের পাশের ফসলি জমি থেকে ওই  কিশোরের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। নিহত আউয়াল আটুয়া গ্রামের আহসান খলিলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে আউয়াল বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি।

ভোর সাড়ে ৫টার দিকে তার বাবা আহসান খলিল তাদের ফসলি জমির সেচ ঘরে যাওয়ার সময় ওই আম বাগানের পাশের  ফসলি জমিতে বিবস্ত্র আবস্থায় আউয়ালকে পড়ে থাকতে দেখে। এসময় তার চিৎকারে এলাকাবসী ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউয়ালের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

আউয়ালের বাবা আহসান খলিল বলেন, ‘তার বা তার সন্তানের সঙ্গে কারো শত্রুতা নেই। তবুও মনে হচ্ছে আমার ছেলেকে ছেলেকে হত্যা করা হয়েছে।’

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ।’

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি