ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত : ১৩:৫১, ৯ মার্চ ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে ২৯ লাখ টাকার ৯ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আখাউড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা উপজেলার সেনারবাদী এলাকা থেকে তাকে আটক করেন। আটক সাইফুল নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণদী গ্রামের মৃত সাহারাজ মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার রাতে সেনারবাদী এলাকায় অভিযান চালায় আখাউড়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) বিজিবি সদস্যরা। সেখানে সীমান্ত পিলার ২০২৪ থেকে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ সাইফুলকে আটক করেন বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া এসব ইয়াবা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৯ লাখ ৬৫ হাজার টাকা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন