সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১
প্রকাশিত : ১৬:২৬, ৯ মার্চ ২০২০
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2019December/Untitled-1-2003091026.jpg)
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সবুর হোসেন (৪০) নামের গ্রামীণ ট্রাভেলসের চালক নিহত এবং অন্তত ১১ বাসযাত্রী হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। জানা গেছে, নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিন কবির জানান, ঢাকা থেকে পাবনাগামী সি-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সায়দাবাদ এলাকায় ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথ দিয়ে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, এতে গ্রামীণ ট্রাভেলসের বাসটি পাশের রেলপথের দিকে উল্টে পড়ে এবং সি-লাইন পরিবহানের বাসটি রোড ডিভাইডারে এসে ধাক্কা লাগে।
খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রামীণ ট্রাভেলসের চালক সবুর মারা যান।
এএইচ/
আরও পড়ুন