ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ৯ মার্চ ২০২০

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সবুর হোসেন (৪০) নামের গ্রামীণ ট্রাভেলসের চালক নিহত এবং অন্তত ১১ বাসযাত্রী হয়েছে। 

সোমবার (৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। জানা গেছে, নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিন কবির জানান, ঢাকা থেকে পাবনাগামী সি-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সায়দাবাদ এলাকায় ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথ দিয়ে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের সঙ্গে সংঘর্ষ হয়। 

তিনি আরও জানান, এতে গ্রামীণ ট্রাভেলসের বাসটি পাশের রেলপথের দিকে উল্টে পড়ে এবং সি-লাইন পরিবহানের বাসটি রোড ডিভাইডারে এসে ধাক্কা লাগে। 

খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রামীণ ট্রাভেলসের চালক সবুর মারা যান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি