ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা প্রতিরোধে নাটোরে আইসোলেশন ইউনিট গঠনের সিদ্ধান্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে সভা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সদর হাসপাতাল ছাড়াও শহরতলীর একডালা এলাকায় অবস্থিত অব্যবহৃত ভবঘুরে আশ্রয় কেন্দ্রে ২০০ রোগীর চিকিৎসা ক্ষমতা সম্পন্ন আইসোলেশন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এছাড়া করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হতে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়। সভায় জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরি জলি, সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভা শেষে সদর উপজেলার একডালা এলাকায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে আইসোলেশন ইউনিট গঠনের জন্য পরিদর্শন করা হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি