ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠিতে দোল পূর্ণিমা উপলক্ষে ৬ দিনব্যাপী উৎসব

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৯, ৯ মার্চ ২০২০

দোল পূর্ণিমা উপলক্ষে ঝালকাঠির নলছিটির কেন্দ্রীয় হরিসভা মন্দীরে শ্রীগুরু সংঘের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ৬ দিনব্যাপী ধর্মীয় উৎসব চলছে।

এ উপলক্ষে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, ধর্মসভা, গুরু পূজা, ভক্তিমূলক গান, মাতৃসংঘ, সিদুঁর দান, বিশেষ প্রার্থনা, অসহায় ও দুস্থদের মধ্যে শিক্ষা উপকরণ ও ফল বিতরণ, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

দেশের নামকরা ৬টি কীর্তনীয় দল উৎসবে কীর্তন পরিবশেন করবে। পূণ্যলাভের আশায় বিভিন্ন স্থান থেকে অসংখ্য হিন্দু নর-নারী এ ধর্মীয় উৎসবে যোগ দিয়েছেন।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি