ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সাতদফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ৯ মার্চ ২০২০

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বকেয়া টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদান, সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলী সমাধানসহ সাতদফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষকরা।

আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শহরের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুস সাকির, সহ- সভাপতি গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক জাকির হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তরা স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা, টাইমস্কেল বাস্তবায়ন, পদায়নে দীর্ঘ সূত্রিতার প্রত্যাহারসহ সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি