ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে পলাতক আসামীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে পলাতক এক আসামীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলো, হিলির বৈগ্রাম নামক গ্রামের মৃত আহাদ আলীর ছেলে আফজাল হোসেন (৫০), বালুরচড় এলাকার ভুট্ট মিয়ার স্ত্রী বেগম বিবি (৪৫), মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত সোলায়মান শেখের ছেলে মুন্না শেখ (৩৮)। 

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মাদককেনা বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় ৫৬৭ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন ও ২৪ বোতল ফেনসিডিলসহ বেগম বিবিকে আটক করা হয়। এছাড়াও পলাতক আসামী মুন্না শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি