ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিলো কোচ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫, ১০ মার্চ ২০২০

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে দ্রুতগামী একটি কোচের চাপায় মোটরসাইকেলআরোহী দুই ভাই নিহত হয়েছেন। 

মঙ্গলবার ভোর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার গুলাহার গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইন্সিটিউটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দিন (২২) এবং তার চাচাতো ভাই আব্দুর রহমানের ছেলে হাসিনুর রহমান (২৫)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য মিরাজ ও তার চাচাতো ভাই হাসিনুর মোটরসাইকেলযোগে দিনাজপুরের  চিরির বন্দর যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জের মফিজ মোড়ে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দু’জনই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি