ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ৩ লাখ ২৬ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৩, ১০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটে ৩ লক্ষ ২৬ হাজার ২৯৭ জন শিশুকে হাম-রুবেলা প্রতিরোধকারী টিকা প্রদান করা হবে। জেলার ৭৫টি ইউনিয়নে ১ হাজার ৮৫৮টি টিকাদান কেন্দ্রে ২১ মার্চ পর্যন্ত এসব টিকা দেওয়া হবে। ৩ হাজার ৯৫০ জন প্রশিক্ষিত টিকাদানকর্মী এবং ৫ হাজার ৯২৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবে এই কর্মযজ্ঞে।

৯ মাস থেকে ১০ বছরের কম শিশুদের এই টিকা দেওয়া হবে। যেসব শিশুদের বয়স দুই বছরের কম তাদের পায়ে এবং যাদের বয়স দুই বছরের বেশি তাদের ডান বাহুতে এই টিকা দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের মিলনায়তনে হাম-রুবেলা টিকা বিষয়ে ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, সারভিলেন্স এ্যান্ড ইমুলাইজেশন মেডিকেল অফিসা গোলাম সরোয়ার ফারুক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। কনফারেন্সে বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি