ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মুজিববর্ষ উপলক্ষ্যে হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১০ মার্চ ২০২০

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্ণয় করা হয়।

হাকিমপুর উপজেলা শাখা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে মঙ্গলবার সকাল থেকে এনজিওটির অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, আরডিআরএসের বিরামপুর এলাকা ব্যবস্থাপক জোবায়দুর রহমান, হাকিমপুর উপজেলা শাখা ব্যবস্থাপক রশীদুজ্জামান (লিটন)সহ অনেকে।

এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সেখানে উপস্থিত হন। সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার সাফিউল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল সেখানে গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্ণয় করার কাজ করেন। পরবর্তীতে তাদের সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।

কেআই/এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি