ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

করোনা সন্দেহে ফিরিয়ে দেয়া হলো ভারতীয় নাগরিককে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৭, ১০ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আসা ভারতীয় নাগরিক সুভাস সরকার (৩০) নামে এক যুবককে ফিরিয়ে দেয়া হয়েছে। শরীরের তাপমাত্রা বেশি থাকায় মঙ্গলবার দুপুরে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ফেরত পাঠায় আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

সুভাস সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ভূবন মধ্যনগর এলাকার বাসিন্দা। তবে তার পাসপোর্টে তার এলাকার নাম আগরতলার মধ্যনগর উল্লেখ রয়েছে।

আখাউড়া স্থল বন্দরে মেডিকেল ডেস্কে থাকা চিকিৎসক ফাবিহা সিদ্দিকী বলেন, সুভাস সরকার নামে ভারতীয় এক নাগরিক মঙ্গলবার দুপুরে আগরতলা বন্দর দিয়ে আখাউড়ায় আসেন। পরে ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ১০০ ডিগ্রি পাওয়া যাওয়ায় তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মো. শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা।’

তিনি বলেন, ভারতীয় নাগরিক সুভাস সরকার সিলেট জেলার হবিগঞ্জের লাখাই উপজেলার রামধরনগর গ্রামে যেতে চেয়েছিলেন। তার শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাঁকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি। সুস্থ হওয়ার পর তাকে বাংলাদেশে আসার পরামর্শ দেয়া হয়েছে।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি