ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রাইভেটকারে ফেনসিডিল পাচার, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২০, ১০ মার্চ ২০২০

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারে ফেনসিডিল পাচারকালে মুন্না (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুন্না ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হেঙ্গেরপাড়া গ্রামের লাল্টু মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর্শনা থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

এর আগে সোমবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলাধীন দর্শনা পৌর এলাকার রামনগর মাঠপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

থানা থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামুড়হুদা উপজেলার নবগঠিত দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নির্দেশে রাতে গোপন সংবাদে পুলিশের একটি দল দর্শনা পৌর এলাকার রামনগর মাঠপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

ওই অভিযানে প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে মাদক কারবারি মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই প্রাইভেট কারে তল্লাশি করে ৫৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এঘটনায় মাদক কারবারি মুন্নার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি