ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় বিষ দিয়ে ৫ কৃষকের ৩২ হাঁস হত্যা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৬, ১০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় ধান ক্ষেতে বিষ দেয়ায় ৫ কৃষকের ৩২ পাতি হাঁস মারা গেছে। এ ঘটনায় ওই অভিযুক্ত চাষীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলা পৌর সদরের মুরারীকাটির শ্রীপতিপুর মাঠপাড়া মাঠে। 

সোমবার সকালে ওই এলাকার চাষী আফসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন তার জমিতে পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করেন। পরে পার্শ্ববর্তী এলাকার মরিয়ম খাতুন, মনজুয়ারা খাতুন, আমেনা খাতুন, আফিয়া খাতুন ও তাসলিমা খাতুনের ৩২টি পাতি হাঁস ওই জমিতে যায়। এসময় জমির মধ্যে পড়ে থাকা বিভিন্ন ধরনের পোকা হাস গুলো খেয়ে ফেলে। 

সোমবার সন্ধ্যায় ও রাতে হাঁস গুলো মারা যায়। পববর্তীতে মরা হাসগুলো স্থানীয় পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের কাছে নিয়ে যায় ক্ষতিগ্রস্তরা। পরে তিনি পার্শ্ববর্তী কয়লা ইউনিয়ন পরিষদে নিয়ে যান ওই হাঁস গুলো। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সহযোগিতায় চাষী আফসার আলীকে ডেকে নিয়ে আসেন পরিষদে। 
সকলের উপস্থিততে অভিযুক্ত আফসার আলী ৪০ হাজার টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিলে সকলে তা মেনে নিয়ে বিষয়টি মিমাংশা করে নেন। এদিকে কৃষাণী মনজুয়ারা খাতুন বলেন-প্রতিটি হাঁস ডিম দিচ্ছিল। 

ক্ষতিগ্রস্ত কৃষাণী তাসলিমা খাতুন বলেন, বর্তমান বাজারে এক একটি হাঁস সাড়ে ৩ শত টাকায় বিক্রয় হচ্ছে। সাড়ে ১০ হাজার টাকার হাঁস ৪ হাজার টাকায় মিমাংসা করা হয়েছে। 

অন্যদিকে অভিযুক্ত চাষী আফসার আলী বলেন, তিনি বার বার বলেছেন হাঁস নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু তারা তা শুনেননি। তিনি বিষ দেয়ার কারণে হাঁস মরেছে বলে তা স্বীকার করে বলেন, বিষয়টি স্থায়ীভাবে মিমাংসা করে নেয়া হয়েছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি