ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হিলিতে গর্ভবতী মায়েদের প্রশিক্ষণ কর্মশালা 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ১০ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে মাতৃত্বকালীন সময়ে করণীয় বিষয়ক দুটি সেশনে চারদিন ব্যাপী গর্ভবতী মায়েদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকার সহযোগীতায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় দুটি সেশনে বিভিন্ন এলাকার ৭২জন গর্ভবর্তী মহিলা অংশগ্রহন করেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কর্মশালা চলবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, জাইকার প্রতিনিধি লুৎফর রহমান। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গর্ভবতীকালীন নানা বিষয় নিয়ে মায়েদের সচেতন করতে নানা পরামর্শ প্রদান করেন। সেই সাথে সুস্থ্য বাচ্চা প্রসব ও সিজারিয়ান বাদে স্বাভাবিক বাচ্চা প্রসবের পরামর্শ প্রদান করেন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি