ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান গাজীপুর মেয়রের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০০:১১, ১১ মার্চ ২০২০

সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, লাখো পোশাক শ্রমিক অধ্যুষিত গাজীপুরে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। 

আজ মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, ‘স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাসহ যেসব প্রতিষ্ঠানে লোকসমাগম বেশি হয় সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসরোধে কাজ করতে হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করব। এজন্য সিটি করপোরেশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির বিশ্ব রেকর্ডের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন মেয়র। পরবর্তীতে যেকোন সময়ে এ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান গাজীপুরের অভিভাবক। 

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি