ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে বাস চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ১১ মার্চ ২০২০

রাজশাহীর পবা উপজেলার বাঘা রহমান কোল্ড স্টোরোজের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরেকজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম আব্দুস সালাম (৫২)। তিনি উপজেলার নওহাটা পৌরসভার মধুসুদনপুর গ্রামের নৈমুদ্দিনের ছেলে। সালাম মোটরসাইকেলের পিছনে বসে ছিলেন। আর আহতের নাম বাবু (৪৫)। তিনি একই গ্রামের কছিম উদ্দিনের ছেলে। বাবু মোটরসাইকেল চালাচ্ছিলেন।

রাজশাহীর পবা থানার ওসি শেখ গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় আহত বাবু স্থানীয় আলু ব্যবসায়ী এবং নিহত আব্দুস সালাম তার কর্মচারী ছিলেন। সকালে কোল্ড স্টের থেকে তারা মোটরসাইকেল নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ওঠার সময় নওগাঁগামী মুন্না এন্টারপ্রাইজ (রাজশাহী মেট্রো-ব-১১০০০৩) নামের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। সড়কের ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বাবু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আর স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।রাজশাহীতে বাস চাপায় প্রাণ গেলো বাইক আরোহীর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি