ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ১১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

না‌টো‌রের বাগাতিপাড়ায় সেনাবাহিনীর দুধ বহনকারী ট্রাকের সা‌থে সংঘ‌র্ষে আসলাম আলী আকাই (৫২)না‌মে এক সাবেক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। 

বুধবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে  উপ‌জেলার পাঁকা ইউনিয়নের একডালা বাজার এলাকায় এই  দুর্ঘটনা‌টি  ঘ‌টে। 
আহত আসলাম আলী রাজশাহী মে‌ডি‌কেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যায়। নিহত আসলাম একই ইউনিয়নের গালিমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বিহারকোল বাজারে একটি মুদি দোকান চালাতেন আসলাম।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আসলাম আলী মোটরসাইকেলযোগে বুধবার সকালে বাড়ি থেকে বিহারকোল বাজারে নিজ মুদি দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একডালা বাজারে বিপরীত দিত থেকে আগত সেনাবাহিনীর দুধবহণকারী একটি কার্গো ট্রাকের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আসলাম মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি