ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সরাইলে গাঁজাসহ ৩ যুবক আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১১ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে অস্থায়ী চেকপোষ্টে সরাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করেছে। 

মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করা হয়। 

সরাইল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বাপন চক্রবর্তীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুট্টাপাড়া মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী একটি কালো রংঙ্গের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ির পিছন থেকে একটি কালো রঙ্গের ট্রাবেল লাগিজের ভিতরে রাখা খাঁগি কালার স্কচটেপ দিয়ে ৮ টি প্যাকেটে ২ কেজি করে ওজনের মোট ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। আটক তিনজনের মধ্যে মো. জামাল মিয়া (৩২) মেহেদি হাসান রানা (২২) এবং মো. ইমরান হোসেন (২৩)।

জানা যায়, তাদের সবার বাড়িই কিশোরগঞ্জের ভৈরবে। সরাইল থানার অফিসার ইনচার্জ জানান আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তাদের ব্যবহৃত টয়োটা করোলা প্রাইভেটকারটি জব্দ দেখানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি