ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ১১ মার্চ ২০২০

আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আটককৃত আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য। ছবি: একুশে টেলিভিশন

আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আটককৃত আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য। ছবি: একুশে টেলিভিশন

নাটোর শহরের পিলখানা এলাকার স্বর্ণপট্টির ৩ সোনার দোকানে চুরির ঘটনায় জয়পুরহাট থেকে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে আটককৃত আজিজুল ইসলাম ও লুৎফর রহমান নামের চোর চক্রের ওই দুই সদস্যকে নিয়ে পুলিশ স্বর্ণপট্টি এলাকায় যায়। এসময় এলাকার সকল ব্যবসায়ীসহ পথচারীরা চোর চক্রের দুই সদস্যকে দেখার জন্য ভির করে। পরে কিভাবে দোকানগুলোতে চুরি করে, তা তারা দেখিয়ে দেয় পুলিশকে। 

নাটোর থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) আবু সিদ্দিক জানান, গত ৬ মার্চ রাতে নাটোর শহরের স্বর্ণপট্টির পিলখানা এলাকার ৩টি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এসব দোকান থেকে চুরি হয় ১০০ ভড়ি চাদিঁ, ২৯টি সোনার আংটি ও নগদ টাকা। 

মালামাল উদ্ধার ও অন্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি