ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা ভাইরাস বিষয়ে সচেতন করতে বাগেরহাটে লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ১১ মার্চ ২০২০

বাগেরহাট করোনা ভাইরাস বিষয়ে সচেতন করতে গণমানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা তাঁতি লীগের উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও  দূরপাল্লার বাসের যাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা তাঁতি লীগের আহবায়ক এ বাকী তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব  এ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, তাঁতি লীগ নেতা জাহিদুল ইসলাম, সজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা  তাঁতি লীগের আহবায়ক এ বাকী তালুকদার বলেন, দেশে করোনা ভাইরাস আক্রন্ত রোগী সনাক্তের পর থেকে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস  থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্খিত চিন্তাভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন।

এ পর্যন্ত আমরা ৩০ হাজার লিফলেট বিতরণ করেছি। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্যানা টানিয়েছি। এদিকে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি