ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪২, ১১ মার্চ ২০২০

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়েছে। এছাড়াও চুরি যাওয়া মোটরসাইকেল দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার গভীর রাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে আটক করা হয়। আটককৃতরা হলো, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসুপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৪) ও একই উপজেলার বনগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে মোফাজ্জল হোসেন (২৩)। 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ জানান, গত ৬ জানুয়ারী রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সোহেল রানার সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের ভাড়া বাসা থেকে তার সরকারী মোটর সাইকেল ও মোবাইল সেট হারিয়ে যায়। 

এঘটনায় সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ চুরি যাওয়া মোবাইল ট্র্যাকিং করে মঙ্গলবার রাতে দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। 

অপরদিকে আরেক অভিযানে আইপিএলসহ বিভিন্ন খেলার জুয়া চক্রের প্রধান লিমন হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক লিমন শহরের রহমতগঞ্জ মহল্লার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

কেআই/আরকে   
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি