ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুরাদনগর খুরুইল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৬, ১১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ভর্তি ফি ও রেজিস্ট্রেশন ফি দিতে বিলম্বিত হওয়ায় এতিম ছাত্রছাত্রীদের আজগরিয়া আলিয়া মাদ্রাসা থেকে বের করে দেওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের ওয়ারিশদের হুমকি প্রদান করা এবং একই মাদ্রাসা দুই নামে নামকরন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে উপজেলার বাবুটিপারা  ইউনিয়নের খুরুল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধনে মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুর রহমান এর উত্তরসূরি এবং মাদ্রাসার ভুক্তভোগী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তব্যকালে এসএম শিক্ষার্থীরা অভিযোগ করে সম্প্রতি তাদের ভর্তি ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে বিলম্বিত হওয়ায় ঐসব এতিম ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বের করে দেন হতাশার অধ্যক্ষ আনিসুর রহমান মোল্লা। 

এদিকে বক্তব্যকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাদের উত্তরসূরি এবং খুরুইল ভুটিয়া কান্দি আজিজিয়া এতিমখানার পরিচালক  মাওলানা এমদাদুল হক। তারা অধ্যক্ষের নিয়োগ এবং নামকরণের বিষয়ে অভিযোগ করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি