ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিংড়া থেকে আটক ৩৩ শিবির নেতা কারাগারে 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৪, ১১ মার্চ ২০২০

নাটোরের সিংড়া থেকে আটক ৫০ জামায়াত-শিবির নেতা কর্মীর মধ্যে ৩৩ জনকে কারাগারে এবং ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কড়া পুলিশ প্রহরায় অভিযুক্ত জামায়াত-শিবির নেতা কর্মীদের সিংড়া থেকে জেলা সদরে নিয়ে আসা হয়। পরে তাদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে রেজাউল করিমের আদালতে হাজির করা হয়। 

এসময় বিচারক ৩ নেতা সহ ৩৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অবশিষ্ট ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠানো হয়। শুনানী শেষে ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক তাদেরকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। 

মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার চক গোপাল এলাকার একটি বাঁশঝাড় থেকে জেলা জামায়াতের সাবেক আমীর বেলালুজ্জামান,জেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ দলের ৫০ নেতা কর্মিকে আটক করে পুলিশ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি