ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে দশ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ১১ মার্চ ২০২০ | আপডেট: ১৯:৪৩, ১১ মার্চ ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭'শ পিস ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ নারায়ণগঞ্জ পিবিজিএম, পিবিজিএমএস অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্যাহ সরকার।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, লক্ষীপুর সদর উপজেলার বিনোদ ধর্মপুর এলাকার সুমন (৩০), রায়পুর উপজেলার উত্তর পূর্ব কেরওয়া এলাকার ওহিদ উল্যাহ (৪৮) ও কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার জয়নাল আবেদিন (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে র‌্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ ও সিপিসি-৩, লক্ষীপুর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে যৌথ অভিযান চালায়।

এসময় কক্সবাজার থেকে লক্ষীপুরগামী একটি ট্রাকের গতিরোধ করে তাতে তল্লাশী চালিয়ে ৯৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । ঘটনায় জড়িত থাকায় সুমন, ওহিদ উল্যাহ ও জয়নালকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি