ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাতকে ৮শ’ পিস ইয়াবাসহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ১১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-৯ এর সদস্যরা সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে  ৮০০ শত পিস ইয়াবা নগদ এক হাজার টাকা একটি মোবাইল ও ৩টি সিমকার্ডসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ দিলোয়ার হোসেন(৩০)। সে উপজেলার উত্তর খুড়মা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। 

বুধবার দুপুরে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের সাথে  একটি যৌথ  অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ছাতক  উপজেলার গোবিন্দগঞ্জ বাজারস্থ সুনামগঞ্জ টু সিলেটগামী মেসার্স আমিন ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে র‌্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে  ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ১০(ক) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের এএসপি মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি