ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনাতঙ্কে ইতালি ফেরত যুবক কোয়ারেন্টাইনে

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ১২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ইতালি থেকে আসা আনোয়ার হোসেন (৪০) নামের এক যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে ওই যুবক তার ভাড়া বাসা আক্কেলপুর পৌর শহরে আসলে স্থানীয়রা বাধা দেয়। পরে পরিবার নিয়ে গ্রামের বাড়ি আবাদপুকুরে যান তিনি। 

খবর পেয়ে ওই দিন রাত ৯টার দিকে জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ একটি মেডিকেল টিম উপজেলার আবাদপুর গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ওই যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দেন। এ সময় গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সিভিল সার্জন ডা. সেলিম মিয়া বলেন, ‘যদি কেউ বিদেশ থেকে দেশে আসেন তাহলে তাকে সিভিল সার্জন অফিসে রিপোর্ট করার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু আক্কেলপুরের আনোয়ার হোসেন নামের যুবক বুধবার বিকেলে ইতালি থেকে গ্রামের বাড়ি আসলেও কোনও রিপোর্ট করেননি।’

তিনি বলেন, ‘আমরা ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষ্মণ পাইনি। তাই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি ১৪ দিন সেখানেই থাকবেন।’

ইতালি প্রবাসী আনোয়ার হোসেন বলেন, ‘আমি বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই। সেখান থেকে একটি মাইক্রোবাসযোগে বিকেলে গ্রামের বাড়িতে এসেছি। রাত ৯টার দিকে সিভিল সার্জনসহ একটি মেডিকেল টিম গ্রামের বাড়িতে এসে আমাকে ১৪ দিন একাই থাকতে বলেছেন।’

আনোয়ার হোসেনের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমরা আক্কেলপুর পৌর শহরের মাস্টার পাড়া মহল্লায় ভাড়া বাসায় থাকি। বুধবার বিকেলে আমার স্বামী ভাড়া বাসায় ওঠার কথা ছিল। কিন্তু বাসার অন্যলোকেরা সমস্যা করতে পারে ভেবে গ্রামের বাড়িতে চলে এসেছি।’

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি