ভালো আছেন রাজবাড়ীতে কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতরা
প্রকাশিত : ১৫:৪৯, ১২ মার্চ ২০২০
ভালো আছেন হোম কোয়ারেন্টাইনে থাকা রাজবাড়ী সদর উপজেলাসহ বালিয়াকান্দি ও কালুখালীর ইতালিফেরত ছয় বাংলাদেশি।
চীনে শুরু হওয়া প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যুকূপে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে সম্প্রতি ইতালি থেকে নিজ দেশে ফেরেন সদর উপজেলার একজন, বালিয়াকান্দিতে বাবা-ছেলে এবং কালুখালীর ৩ যুবক।
বিদেশফেরত এ ছয়জনের শরীরে প্রাথমিকভাবে করোনার কোনো সংক্রমণ পাওয়া না গেলেও সতর্কতার কারণে তাদেরকে বাড়িতে বিশেষ ব্যবস্থায় আলাদা রাখা হয়েছে। তবে তারা সুস্থ ও ভাল আছেন বলে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, ‘রাজবাড়ী হাসপাতালে ইতোমধ্যেই আইসোলেশন কর্ণার খোলাসহ সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেইসাথে সচেতনতা মূলক পোষ্টারিংও করা হচ্ছে।’
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘জেলায় ইতালি থেকে আগতদের মধ্যে ৬ জনকে ইতোমধ্যেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ভালো ও সুস্থ আছেন।’
তবে যারাই ইতালিসহ অন্যান্য দেশ থেকে রাজবাড়ীর গ্রামের বাড়িতে ফিরছেন, তাদের বিষয়ে তথ্য দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই/
আরও পড়ুন