ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে করোনা ভাইরাস বিষয়ক মতবিনিময় সভা 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা.

প্রকাশিত : ২০:৪৩, ১২ মার্চ ২০২০

ঢাকার নবাবগঞ্জে নভেল করোনা ভাইরাস (কেভিড-১৯) এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করেণ।

করোনা ভাইরাস প্রতিরোধের উপায় নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, সব সময় সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, ঠান্ডা গলা ব্যথা কাঁশি ও শ্বাসকষ্ট দেখা দিলে অতিসত্ত্বর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতালে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আইসোলেশন কক্ষ ও ওয়ার্ড ব্যবস্থা রাখা হয়েছে এবং বিদেশ ফেরতদের নিবন্ধন করা ও তাদের জন্য কোয়ারেন্টাইন স্থাপনা করে ১৪ দিন তাদেরকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। এসময় নবাবগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি