ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৪, ১২ মার্চ ২০২০

কুমিল্লার দেবীদ্বারে প্রবাসফেরত যাত্রীদের গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতিকৃত মালামাল উদ্ধার করা হয়।

বুধবার (১১ মার্চ) রাতে দেবীদ্বার থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

আটককৃতরা হলেন- মো. আবুল হোসেন (২৮), মো. সোহাগ (২৯), মো. আলম (৫২), মো. হাবিব (৪০) ও মো. সুমন মিয়া (২৭)।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, ‘গত ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কে এম বি ব্রিক ফিল্ডের সামনের রাস্তায় অজ্ঞাতনামা ডাকাতরা বিদেশ থেকে আগত যাত্রীদের বহনকরা প্রাইভেটকারে হামলা চালায়। এসময় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে বিদেশ থেকে আনা ৩টি মোবাইল সেট, বেলেন্ডার মেশিন, রাইস কুকার, ওয়াটার হিটার, পোশাক ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।’ 

এ ঘটনায় মামলা দায়ের করেন আসামিরা। অভিযান চালিয়ে বুধবার হাতিয়ে নেয়া মালামালসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এআই/এসি

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি