ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০০:০১, ১৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ।  

ফাইনাল খেলায় হাকিমপুর পৌরসভার ৪নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ও ২নং ওয়ার্ড ক্রিকেট একাদশ অংশগ্রহন করেন। খেলায় টসে জিতে ৪নং ওয়ার্ড একাদশ নির্ধারীত ২০ ওভারে ৭৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলেন জবাবে পরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৭ ওভার ২ বলে ১৩৪ রান তোলে। এতে ২৭ রানে ৪নং ওয়ার্ডের কাছে পরাজিত হয় ২নং ওয়ার্ড একাদশ ক্রিকেট দল। খেলায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৬টি টিম অংশগ্রহন করেন মাসব্যাপী এই টুর্নামেন্ট চলে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌরমেয়র জামিল হোসেন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক কাহের হোসেনসহ অনেকে।

 আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি