ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা চিত্রাঙ্কন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ১৩ মার্চ ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল পৌর শাখার  উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে চারুকলা একাডেমীতে আয়োজন করা হয় এ চিত্রাঙ্কন প্রতিযোগীতা। প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে শতাধিক প্রতিযোগী অংশনেয়। 

প্রতিযোগীতা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি কাজী কামরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

বিশেষ অতিথি ছিলেন চারুকলা একাডেমীর শিক্ষক শেখর রঞ্জন রায় বকুল, শিক্ষক মিহির ভৌমিক, সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক বিকুল চক্রবর্তী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রফিক তরফদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল পৌর শাখার সহ-সভাপতি নরুর রহমান, সাংস্কৃতিক কর্মী মামুন আহমদ ও সাংবাদিক শফিকুর রজমান রুম্মন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, মতিন খান ও বাদল দোষার।

অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেক প্রতিযোগীর অংকনই প্রশংসার দাবী রাখে বলে জানান। এ সময় সেরা ৩জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি