ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী 

যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রদান 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১২, ১৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১১ তম বার্ষিক যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব)সুবিদ আলী ভূঁইয়া।
 
যারিফ আলী স্মৃতি বৃত্তি পৃষ্ঠপোষক বেগম মাহমুদা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ রুহুল আমিন, সাধারন সম্পাদক কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ রোশন আলী মাস্টার, সাবেক সভাপতি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ আব্দুল আউয়াল সরকার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, অধ্যক্ষ জুরানপুর বিশ্ববিদ্যালয় শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন উপস্থাপনাসহ ১শত ৪১জন শিক্ষার্থীকে বৃত্তি পুরস্কার এবং ৪ লক্ষ ৮৩ হাজার টাকা বৃত্তি প্রদান করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি