ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ১৪ মার্চ ২০২০

পুরান ঢাকার রাসায়নিক গুদামগুলো স্থানান্তরিত করতে গাজীপুরে গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

দুপুরে গাজীপুরের টঙ্গী কাঠালদিয়া এলাকায় রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

সরকারি নীতির আলোকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে টঙ্গীর কাঠালদিয়ায় বিএসইসির নিজস্ব ৬ একর জায়গায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৫৩ টি অস্থায়ী গুদাম,ভূমি উন্নয়ন/মাটি ভরাট,১ লাখ গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ওভারহেড ও একটি আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক নির্মাণ,ফায়ার হাইড্র্যান্টসহ স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা। এই  রাসায়নিক গুদাম প্রকল্পটি এ বছরের শেষের দিকে শেষ হবে বলে জানানো হয়েছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি