ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নাটোরে ৫৩ ভিক্ষুককে কর্মসংস্থান সহায়তা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ১৪ মার্চ ২০২০

নাটোরে ৫৩ জন ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, মালামাল, ছাগল এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১০ ভিক্ষুককে একটি করে দোকানসহ ২০ হাজার টাকার মালামাল, ৪০ জন ভিক্ষুককে ১টি করে ছাগল, দেড় কেজি ডাল ও ১ কেজি করে সয়াবিন তেল ও ৩ জন ভিক্ষুককে বসত ঘর দেয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান’কর্মসূচির আওতায় এসব দোকান ও বসতঘরসহ এসব সামগ্রী বিতরণ করা হয়। 

শনিবার দুপুরে নাটোর সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ভিক্ষুকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, আবদুল্লাহ আল সাকিব বাকি প্রমুখ। 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আওতায় ৬১ জন ভিক্ষুককে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৫৩ জন উপস্থিত থেকে এই কর্মসংস্থান সহায়তা গ্রহণ করেন।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি