ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় কলেজ পড়ুয়া ছাত্রকে পিটিয়ে জখম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ১৪ মার্চ ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ পড়ুয়া ছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। 

শনিবার সকালে আহত কলেজ ছাত্র উপজেলা পৌর সদরের মুরারীকাটি গ্রামের মুস্তাকিম বিল্লাহ (২৩) জানান-পূর্ব শত্রুতার জের ধরে গত ১০মার্চ রাত সাড়ে ১০টার দিকে তার উপর হামলা করা হয়। সে মোটরসাইকেল যোগে বাড়ীতে আসার পথে ইউরেকা পেট্রোল পাম্পের সামনে তার গতিরোধ করে আরিফুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল্লাহ, আব্দুল্লাহ ও নাহিদ হাসান প্রান্ত দলব্ধ হয়ে লোহার রড় দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। 

এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে তার ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

এঘটনায় কলেজ ছাত্রের মাতা শামীমা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ করেছেন।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি