ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩৪, ১৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধকমূলক তিন দিনের এক প্রশিক্ষণ কোর্স শনিবার থেকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে শুরু হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম প্রধান অতিথি হিসেবে,এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী সোনিয়া সারদি রিনি এবং  সভাপতিত্ব করেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আফজাল হোসেন।

এসময় সোনিয়া সারদি রিনি জানান, এ কোর্সে ছাগল ও ভেড়া পালনে হাতে কলমে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। 

যুব উন্নয়ন অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন “আমার বাড়ি আমার খামার”প্রকল্পের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সদর উপজেলার মোট ৪০ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি