ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আখাউড়া স্টেশনে ফেসবুক ব্যবহারকারীকে মারধোর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ১৪ মার্চ ২০২০

আখাউড়া রেলওয়ে জংশন

আখাউড়া রেলওয়ে জংশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ছবি তোলার অভিযোগ এনে মোঃ আতাউল্লাহ নামে এক যুবককে মারধোর করেছে কয়েক যুবক। শনিবার (১৪ মার্চ) সকালে তাকে মারধোর করা হয়। 

মারধোরের শিকার আতাউল্লাহ জেলার বিজয়নগর উপজেলার হাটখোলা গ্রামের শামসুল হুদার ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে আতাউল্লাহ রেলওয়ে জংশন স্টেশনের কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় তিনি মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করছিলেন। এ অবস্থায় কয়েক যুবক এসে তাকে বাঁধা দেন। তাদের ছবি উঠানো হয়েছে বলে অভিযোগ করে ওই যুবকরা। এক পর্যায়ে যুবকরা আতাউল্লাহর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাকে মারধোর করে। পরে উপস্থিত লোকজন তাকে ওই যুবকদের হাত থেকে রক্ষা করেন। 

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, এ ঘটনায় হিরন মিয়া, শরীফ আহমেদ, স্বপন খলিফা ও মোঃ শাহীন নামে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন ভুক্তভোগী আতাউল্লাহ। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি