ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কনস্টেবলকে থাপ্পড় মেরে যুবলীগ নেত্রী আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ১৪ মার্চ ২০২০ | আপডেট: ২০:৪৩, ১৪ মার্চ ২০২০

কাউন্সিলর রুহুন্নেছা রুনা

কাউন্সিলর রুহুন্নেছা রুনা

দুই কনস্টেবলকে চড়-থাপ্পড় মেরে আটক হলেন গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রুহুন্নেছা রুনা। আজ শনিবার তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ।

জানা গেছে, উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কাউন্সিলর রুহুন্নেছা রুনা। এসময় নিয়মানুযায়ী ট্রাফিক পুলিশ বাধা দিলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। এক পর্যায়ে দায়িত্বরত দুই কনস্টেবলকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি একে এম কাওসার চৌধুরী। এদিকে, জিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, রুহুন্নেছা রুনা দুটি অপরাধ করেছেন। ট্রাফিক আইন ভাঙার পাশাপাশি হাত তুলেছেন পুলিশ কর্মকর্তাদের গায়ে। তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। 

একজন জনপ্রতিনিধি হয়েও তিনি যা করেছেন সেটা অনেক বড় অন্যায়। রুনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান এই সহকারী পুলিশ কমিশনার।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি