ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৪, ১৪ মার্চ ২০২০

চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান ‘অপারেশন ড্রাগস ক্লীন আকন্দ বাড়িয়া’ পরিচালিত হয়েছে। আজ শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সরকারের সাতটি সংস্থার ১৭৫জন সদস্য টানা দুই ঘন্টা গ্রামটি ঘিরে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চার মাদক ব্যবসায়ীকে মাদকসহ  আটক করা হয়েছে। গ্রেপ্তার চারজন হলেন, আকন্দবাড়িয়া গ্রামের তারা মিয়ার ছেলে রনি মিয়া (২১), মাহবুব রহমানের স্ত্রী নাজমা বেগম (৩৮), আনারুল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন (৪৫) ও বুদু মিয়ার ছেলে ইস্রাফিল হোসেন (২৫)। গ্রেপ্তারকৃতদের দর্শনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.শরিয়ত্উল্লাহ জানান, ৩৫টি গাড়ির বিশাল বহর নিয়ে চুয়াডাঙ্গা থেকে সরকারি সাত সংস্থার সদস্যরা আকন্দবাড়িয়া গ্রাম ঘিরে অভিযান চালায়। অভিযান শেষে গ্রামটিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি