ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৫ মার্চ ২০২০

যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জহুরুল আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি